• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

“দেশে বিভাজনের রাজনীতি মুখ বুজে মেনে নেবো না”: মুখ্যমন্ত্রী

রেড রোডে ঈদের নামাজ এ সামিল হয়ে নাম না করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার বৃষ্টি মাথায় নিয়ে রেড রোডে ঈদের নামাজে সামিল হন তিনি।

রেড রোডে ঈদের নামাজ এ সামিল হয়ে নাম না করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বৃষ্টি মাথায় নিয়ে রেড রোডে ঈদের নামাজে সামিল হন রাজ্যের প্রশাসনিক প্রধান।

সেখানে থেকেই বাংলায় ঐক্যের বার্তা দেন তিনি পাশাপাশি গোটা দেশের অবস্থা তুলে ধরে নরেন্দ্র মোদি সরকার কে তীব্র আক্রমণ করেন তিনি।

Advertisement

বলেন,” দেশের পরিস্থিতি ঠিক নেই। গোটা দেশে বিভাজনের রাজনীতি চলছে। হিংসার রাজনীতি করা হচ্ছে। কিন্তু আমরা এইসব মুখ বুজে মেনে নেবো না। এখানে সবাই একসঙ্গে মিলে মিশে থাকবে। ”

Advertisement

মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি তে ভিজেছে রাজপথ। তবে খুশির ঈদে রেড রোডে নামাজে অংশ গ্রহণ করেন।

তবে তাঁর সরকার যে কোনও ভাবেই সাম্প্রদায়িকতাকে রেযাত করে না, ঈদের নামাজ থে কে সেই বার্তাও দেন মুখ্যমন্ত্রী।

বলেন ,” মিথ্যে আচ্ছে দিন নয় সত্তিকারের আচ্ছে দিন আসবে আমাদের সরকারের হাত ধরে, আমাদের দল বা সরকার এমন কিছু করবে না যাতে মানুষকে কাঁদতে হয়।”

পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার কে উৎখাত করার শপথ নিয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী বলেন,” দেশকে যারা টুকরো করতে চায় হিংসা ছড়াতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করে ক্ষমতাচ্যুত করবই।”

Advertisement