• facebook
  • twitter
Wednesday, 18 September, 2024

মজলিসের সন্মাননা অনুষ্ঠান

সম্প্রতি মজলিসের অনুষ্ঠানে অমরপল্লী নবদিশা সোসাইটিকে নারী শিক্ষার কাজে অনন্য ভূমিকা রাখার জন্য ‘লাইফটাইম মেম্বারশিপ’ পুরষ্কার দিল কলকাতা পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। এছাড়াও মুইজিক থেরাপর অনবদ্য ভূমিকার জন্য ডাঃ সুমন্ত কুমার ঠাকুরকেও লাইফটাইম মেম্বারশিপ পুরষ্কারে ভূষিত করল অমরপল্লী নবদিশা সোসাইটির সম্পাদক হিমাদ্রি মাইতি। একই অনিষ্ঠানে পুরচেয়ারম্যান গোপাল সাহাকেও একই পরষ্কারে ভূষিত করলেন ডাঃ সুমন্ত কুমার

মজলিসের সন্মাননা অনুষ্ঠান

সম্প্রতি মজলিসের অনুষ্ঠানে অমরপল্লী নবদিশা সোসাইটিকে নারী শিক্ষার কাজে অনন্য ভূমিকা রাখার জন্য ‘লাইফটাইম মেম্বারশিপ’ পুরষ্কার দিল কলকাতা পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা।

এছাড়াও মুইজিক থেরাপর অনবদ্য ভূমিকার জন্য ডাঃ সুমন্ত কুমার ঠাকুরকেও লাইফটাইম মেম্বারশিপ পুরষ্কারে ভূষিত করল অমরপল্লী নবদিশা সোসাইটির সম্পাদক হিমাদ্রি মাইতি।

একই অনিষ্ঠানে পুরচেয়ারম্যান গোপাল সাহাকেও একই পরষ্কারে ভূষিত করলেন ডাঃ সুমন্ত কুমার ঠাকুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজাতা ভট্টাচার্য ও সুকান্ত ঘোষাল।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রতিবন্ধী খুদে শিল্পী শ্রেয়সী। সবশেষে ডাঃ সুমন্ত কুমার ঠাকুর মিউজিক থেরাপির ওপর একটি শিক্ষামূলক চলচ্চিত্র উপস্থাপনা করেন।