উচ্চমাধ্যমিকের পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করল সংসদ

বৃহস্পতিবার ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Written by SNS New Delhi | December 25, 2020 12:23 pm

প্রতিকি ছবি (File Photo: iStock)

মাধ্যমিকের আগেই আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হল। বৃহস্পতিবার ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। রুটিনে প্রকাশ যে এবছর পরীক্ষা শুরু হচ্ছে ১৫ জুন থেকে। লিখিত পরীক্ষা চলবে ৩০ জুন পর্যন্ত। প্রাক্টিক্যাল পরীক্ষা স্কুলগুলিকে নিতে হবে ১০ থেকে ৩০ মার্চের মধ্যে। 

যথা সময়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা আয়ােজন করে আগামী ২০ এপ্রিলের মধ্যে পদের প্রাপ্ত নম্বর সংসদে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। এই বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে পরীক্ষা ঘিরে সমস্ত জল্পনা ও উৎকণ্ঠার অবসান হল। 

পরীক্ষার দিনগুলিতে করােনার নিয়ম বিধির বিষয়ে স্কুলগুলিকে দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পাশাপাশি চলবে একাদশ শ্রেণীর পরীক্ষাও। ১৫ জুন থেকে শুরু হয়ে শেষ হবে ২ জুলাই। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ পর্যন্ত লিখিত পরীক্ষা হবে। 

প্রসঙ্গত, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা জুন মাসে হবে তা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এর ২৪ ঘণ্টার মধ্যে উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার রুটিন প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ।

উচ্চমাধ্যমিক-এর পরীক্ষার রুটিন

১৫ জুন- বাংলা, হিন্দি, নেপালি, ইংরেজি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি 

১৭ জুন- ইংরেজি, হিন্দি, বাংলা, নেপালি, অলটারনেটিভ (ইংরেজি) 

১৮ জুন- ভােকেশনাল বিষয় 

১৯ জুন- বায়ােলজি, বিজনেস স্টাডি, রাষ্ট্রবিজ্ঞান 

২১ জুন- অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস 

২২ জুন- কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইভিএস, শারীর শিক্ষা, মিউজিক, ভিজুয়াল আর্টস 

২৪ জুন- ফিলােজফি, সােসিওলজি, কর্মাসিয়াল ল ও প্রিলিমিনারি অডিট 

২৬ জুন- পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি 

২৮ জুন- রসায়ন, সাংবাদিকতা, অর্থনীতি, সংস্কৃত, পার্সি, আরবী 

৩০ জুন- স্ট্যাটেস্টিক, ভূগােল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হােম ম্যানেজমেন্ট ও ফরাসি