আধার কার্ড নিয়ে কেন্দ্রীয় রিপোর্ট তলব হাইকোর্টের

Written by SNS March 22, 2024 12:48 pm

নিজস্ব প্রতিনিধি— বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওঠে আধার কার্ড বিষয়ক জনস্বার্থ মামলা৷ অভিযোগ, একাংশ ব্যক্তির আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে৷ কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না৷ এই মামলাতেই এবার কেন্দ্রের কাছে জবাব তলব করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ৷ দাখিল মামলায় অভিযোগ, ‘প্রায় এক হাজারের উপর আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে’৷ কেন এভাবে বিভ্রান্তি ঘটেছে? তা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলাটি করেছে, জয়েন্ট ফোরাম এগেন্সট এনআরসি অ্যান্ড এএনআর৷ এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে চলে এই মামলার শুনানি৷ মামলায় অভিযোগ করা হয়েছে, ‘কেন্দ্র থেকে এই আধার কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷ বলা হচ্ছে এটা আসলে নিষ্ক্রিয় করা হচ্ছে না, এটা আসলে কোনও ভুল না ‘এরর’৷

মামলাকারীর আর্জি, ‘যাদের কার্ড নিষ্ক্রিয় হয়েছে তাদের অবিলম্বে বিষয়টি জানানো হোক’৷ বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরে একটি চিঠি পাঠানো হয়েছে৷ এই মামলার শুনানি পর্বে কেন্দ্র এদিন জানায়, ‘এই মামলার কোনও গুরুত্ব নেই৷ যারা বিদেশের নাগরিক তাদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য’৷ এ কথা শুনে কেন্দ্রকে হলফনামা দিতে বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ কী কারণে এমনটা হচ্ছে? তার ব্যাখ্যা চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে৷ আগামী ২৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি৷ তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে কেন্দ্রকে৷ জনস্বার্থ মামলাটি করেছে, জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি অ্যান্ড এএনআর৷ লোকসভা ভোটের আগে আধার কার্ড ইসু্যতে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপরই ঘোষণা করেন রাজ্য একটি পোর্টাল চালু করেছে৷ যাঁদের আধার নিষ্ক্রিয় হয়ে গিয়েছে এই পোর্টালে গিয়ে তাঁরা অভিযোগ জানাতে পারবেন৷ যদিও তাঁর সব অভিযোগ উডি়য়ে দিয়েছিলেন রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুভেন্দুর দাবি, ‘কোনও আধার লিঙ্ক বাতিল হয়নি’৷