• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী ঢোকানোর আর্জি, হাইকোর্টের প্রশ্নের মুখে শুভেন্দু

আদালতের প্রশ্ন, কীভাবে বাইরের মানুষ বিধানসভার ভিতরে ঢুকে বিধায়ককে হুমকি দেবে? মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ১৯ জুন।

কলকাতা হাইকোর্ট। ফাইল চিত্র।

নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রাজ্য বিধানসভার ভিতরে প্রবেশের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের মুখে পড়েন শুভেন্দুর আইনজীবী। কী কারণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের শুভেন্দু বিধানসভার ভিতরে প্রবেশ করাতে চাইছেন তা জানতে চান বিচারপতি।

বিধানসভার ভিতরে তাঁর নিরাপত্তার প্রয়োজন পড়ল কেন তা–ও জানতে চাওয়া চায় হাইকোর্ট। আদালতের প্রশ্ন, কীভাবে বাইরের মানুষ বিধানসভার ভিতরে ঢুকে বিধায়ককে হুমকি দেবে? মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ১৯ জুন। ওই দিনই শুভেন্দুকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে।

Advertisement

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে বিধানসভার অন্দরে পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বাকবিতণ্ডা হয়। সেই সময় তৃণমূল বিধায়ক তপন তাঁকে ধাক্কা মারেন বলে অভিযোগ করেন শুভেন্দু। এ ব্যাপারে বিজেপি বিধায়কদের নিরাপত্তা চেয়ে বিজেপির তরফে স্পিকারকে চিঠি দেওয়া হয়। যদিও সে বিষয়ে কোনও পদক্ষেপ নেননি স্পিকার। এরপর নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে বিধানসভার অন্দরে কেন্দ্রীয় বাহিনীকে প্রবেশ করানোর অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। তাঁর যুক্তি ছিল, বিধানসভায় রাজ্য পুলিশ ঢুকতে পারলে কেন্দ্রীয় বাহিনী ঢুকতে পারবে না কেন? প্রসঙ্গত, শুভেন্দু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে থাকেন।

Advertisement

Advertisement