• facebook
  • twitter
Thursday, 21 August, 2025

আদিবাসীদের ট্র্যাডিশনাল শাড়ি পরে আদিবাসী ভাষায় শপথ নেবেন নায়িকা বীরবাহ, বাড়িতে বাবা-মাকে পুজো করে শপথ নেবেন দেবনাথ

রাজ্য বিধানসভায় শুরু হচ্ছে নব নির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ।কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার নির্দিষ্ট সময় ঠিক করে দেওয়া হয়েছে শপথ নেওয়ার।

বীরবাহা (ছবিঃফেসবুক@Birbaha Hansda)

আজ থেকে রাজ্য বিধানসভায় শুরু হচ্ছে নব নির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার নির্দিষ্ট সময় ঠিক করে দেওয়া হয়েছে শপথ নেওয়ার। অনেকেই এবারেই প্রথম শপথ নেবেন।

ফলে তাদের মধ্যে রয়েছে এক অন্য ধরনের আবেগ ও ভালােলাগা। ঝাড়গ্রাম বিধানসভা থেকে নির্বাচিত হয়েছেন সাঁওতালি সিনেমার অভিনেত্রী বীরবাহা হাঁসদা। আদিবাসীদের ট্র্যাডিশনাল শাড়ি পরে তিনি আদিবাসী ভাষায় শপথ নেবেন।

তার আগে বাবার স্মৃতিসৌধতে পুজো দিয়ে মা চুনিবালা হাঁসদার সঙ্গে বিধানসভায় যাবেন শপথ নিতে। সেই সঙ্গে ‘দিদি’র জন্য আদিবাসীদের বিশেষ শাড়ি উপহার হিসেবে নিয়ে আসছেন। একইভাবে বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা নিজের বাবা মাকে পুজো করে শপথ বাক্য পাঠ করতে যাবেন।

প্যান্ট শার্ট তিনি শপথ নেবেন। নিজের কুলদেবতা মারাং বুরুং-এর পুজো করে প্যান্ট শার্ট পরে তৃতীয়বারের জন্য বিধায়ক হিসেবে শপথ নেবেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুমু।