• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানাল অবহাওয়া দফতর । বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। সেই কারণেই কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৯ জুলাই পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে চলতি সপ্তাহে ১৯

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানাল অবহাওয়া দফতর । বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। সেই কারণেই কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৯ জুলাই পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে চলতি সপ্তাহে ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ এবং ২১ তারিখ, অর্থাৎ শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার ৭৫ শতাংশের বেশি এলাকাতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর, ভিজবে উত্তরবঙ্গও। ১৯ তারিখ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতায়। তা ছাড়া, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে রবিবারও। সে দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গে বৃষ্টি কমেছে। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে শনিবার। রবিবার এই দুই জেলা ছাড়াও ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে

Advertisement

Advertisement

Advertisement