• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়ালাে বর্ধমানের নাকড়াসাঁতা এলাকায় 

একটি পরিত্যাক্ত হােটেল থেকে এক ব্যক্তির অধৰ্দ্ধগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালাে নাকড়াসোঁতা এলাকায়।

প্রতীকী ছবি (File Photo: iStock)

পশ্চিম বর্ধমানের হিরাপুর থানার অধীন ইস্কো মর্ডানাইজেশন গেটের সামনের একটি পরিত্যাক্ত হােটেল থেকে এক ব্যক্তির অধৰ্দ্ধগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালাে নাকড়াসোঁতা এলাকায়।

ঘটনা সূত্রে জানা গেছে কুলটি থানার গাঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা পিন্টু মাজি (৪৫) বিগত ১০ বছর ধরে নাকড়াসোঁতা এলাকায় থাকত। সব্জি বিক্রি করত এলাকায়। হােটেলের যে ঘরটিতে পিন্টু থাকতাে রবিবার দুপুরে সেখানেই তার অর্ধদগ্ধ দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। 

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পিন্টুর দাদা মিলন মাজি। তিনি বলেন লােক মারফত জানতে পারি ওই পরিত্যক্ত হােটেলে পিন্টুর মৃতদেহ পড়ে রয়েছে। খবর দেওয়া হয় হিরাপুর থানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে অর্ধদগ্ধ দেহটি উদ্ধার করে। 

Advertisement

প্রাথমিক তদন্ত করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসােল জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে হিরাপুর থানার পুলিশ।

Advertisement