হলদিয়ার তৈল শোধনাগারে আগুন, মৃত ৩

তড়িঘড়ি জখমদের হলদিয়াস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কলকাতায় পাঠানো হচ্ছে বলে খবর।

Written by SNS Haldia | December 22, 2021 11:17 pm

Fire. (File Photo: IANS)

হলদিয়ার তৈল শোধনাগার অর্থাৎ আইওসি-তে ভয়াবহ অগ্নিকাণ্ড এর ঘটনায় ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৪০ জন। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অধিকাংশ। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের ৭-৮টি ইঞ্জিন।

সূত্রের খবর, এদিন হলদিয়ার শোধনাগারে নিরাপত্তা মকড্রিল চলছিল। একই সময় ৬৮ ডিআইচবিএস তৈল সংক্রান্ত ইউনিটে ওয়েল্ডিংয়েরও কাজও চলছিল বলে খবর। সেই সময় ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে সূত্রের খবর।

সেখানে পেট্রোলিয়ামের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনও দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে এই দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ৪০ জন । তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

তড়িঘড়ি জখমদের হলদিয়াস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কলকাতায় পাঠানো হচ্ছে বলে খবর।