• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হাকিমপুর সীমান্ত পরিদর্শনে রাজ্যপাল

জানা গিয়েছে, হাকিমপুরের সীমান্ত চৌকি, বিএসএফ ক্যাম্প, স্থানীয় প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল বোস।

এসআইআর আবহে নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে ভিড় বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। এই পরিস্থিতিতে সোমবার এই সীমান্ত এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন এলাকায় পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি বিএসএফের ক্যাম্প অফিসেও যান।
সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন, অনেক মানুষ সীমান্তে রয়েছেন বলে জানতে পেরেছেন তিনি। এই নিয়ে বিভিন্ন ধারণা ও ব্যাখ্যা তৈরি হতে পারে। সেই কারণে রিয়ালিটি চেক করতে তিনি নিজেই হাকিমপুর সীমান্তে যাচ্ছেন। জানা গিয়েছে, হাকিমপুরের সীমান্ত চৌকি, বিএসএফ ক্যাম্প, স্থানীয় প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল বোস। সীমান্ত পরিস্থিতি সম্পর্কে তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, সীমান্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তিনি। মঙ্গলবার মুর্শিদাবাদে যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের।
উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর আবহে দেশে ফেরার হিড়িক পড়েছে বাংলাদেশি নাগরিকদের মধ্য়ে। এর জন্য স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছেন তাঁরা। এই সব মানুষরা প্রত্যেকেই অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকেছেন। প্রায় প্রত্যেকেরই রয়েছে ভোটার, আধার, রেশন কার্ড। অনেকে আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও পেয়েছেন।
কিন্তু রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর তাঁরা ফিরে যাচ্ছেন নিজেদের দেশে। হাকিমপুর সীমান্তে জড়ো হওয়া এই বাংলাদেশি নাগরিকদের সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বিএসএফ জওয়ানরা। দিন দিন বাড়ছে ভিড়। এই নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবির সঙ্গে আলোচনা করেই হাকিমপুর সীমান্তে জড়ো হওয়া ব্যক্তিদের বাংলাদেশে পাঠাচ্ছে বিএসএফ।
সীমান্ত পারের সময় তাঁদের তথ্য নথিভুক্ত করা হচ্ছে। জড়ো হওয়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে কেউ থাকেন কলকাতার সেক্টর ফাইভে, কেউ দিল্লিতে আবার কেউ উত্তর ২৪ পরগনার বিভিন্ন রেললাইনের ধারের ঝুপড়িতে। কেউ ১০ বছর আগে, কেউ ৮ বছর আগে আবার কেউ ৫ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই তাঁদের মধ্যে আতঙ্ক ছড়ায়, ভোটার তালিকায় নাম না তুলতে পারলে তাঁদের গ্রেপ্তার করবে পুলিশ।
সেই কারণে তাঁরা নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য হাকিমপুর সীমান্তে ভিড় জমান। এর জেরে সীমান্ত এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই পরিস্থিতিতে সোমবার হাকিমপুর সীমান্ত এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Advertisement

Advertisement