ফের উপাচার্যদের নিয়ে বৈঠকের ডাক রাজ্যপালের, চিঠি দিলেন সুরঞ্জন দাসকে

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপালের ডাকে এর আগেও সাড়া দেননি উপাচার্যরা। তা সত্ত্বেও ফের উপাচার্যদের নিয়ে বৈঠক ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

Written by SNS Kolkata | August 19, 2020 2:50 pm

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। (File Photo: IANS)

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপালের ডাকে এর আগেও সাড়া দেননি উপাচার্যরা। তা সত্ত্বেও ফের উপাচার্যদের নিয়ে বৈঠক ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আগামী চোদ্দ দিনের মধ্যে স্ব উপাচার্যদের নিয়ে বৈঠকে বসতে চেয়ে উপাচার্য সংগঠনের সভাপতি সুরঞ্জন দাসকে চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

সেই চিঠিতে তিনি পুরনো অপমানের কথা উল্লেখ করতেও ভুললেন না। রাজ্যের শিক্ষাক্ষেত্রে শুধু অব্যবস্থাই নেই, সেইসঙ্গে তা সরকার নিয়ন্ত্রিত। এই অভিযোগ তুলে আগেও একাধিকবার উপাচার্যদের ডেকেছিলেন রাজ্যপাল। কিন্তু কেউই তাঁর ডাকে সাড়া দিয়ে রাজভবনে যাননি। এতে অপমানিত রাজ্যপাল অপমানিত বোধ করে কাঠগড়ায় তুলেছিলেন রাজ্য সরকারকে। জবাবে রাজ্য সরকার বলেছিল আচার্য ডাকলে উপাচার্যরা যাবেন কি যাবেন না সেটা তাঁদের ব্যাপার।

এবার রাজ্যপালের অভিযোগের তির সরাসরি উপাচার্যদের দিকে। মঙ্গলবার তিনি চিঠি দিয়ে জানিয়েছেন উপাচার্য সংগঠনের কার্যকলাপে মোটেও সন্তুষ্ট নন তিনি। কারণ রাজ্যপাল পদকে অসম্মান করার মতো ছোটবড় ঘটনা ঘটছে। মঙ্গলবার রাজ্যপাল তাঁর অসন্তোষের কথা টুইট করেও জানিয়েছেন। টুইটারে তুলে দিয়েছেন সুরঞ্জন দাশকে লেখা চিঠিও।

তবে এবার প্রশ্ন উঠছে উপাচার্যকে দেওয়া আচার্যের চিঠি কীভাবে সোস্যাল নেটওয়ার্কিং সাইটে দেওয়া হতে পারে। তবে আচার্য তথা রাজ্যপাল আশাবাদী, আগামী বৈঠকে হাজির থাকবেন উপাচার্যরা।