গােপন সুত্রে খবর পেয়ে চার দুষ্কৃতীকে রবিবার রাতে গ্রেফতার করলাে সােনারপুর থানার পুলিশ। ধৃত ইয়াসিন গাজি রাহুল জয়সল সুরজিত মান্না ও প্রতাপ জয়সলকে সােমবার আদালতে তােলা হয়।
বারুইপুর পুলিশ জেলা সূত্রে জানা গেল, ধৃত চার দুষ্কৃতীর কাছ থেকে চোরাই একটি স্যানট্রো গাড়ি এগারাে লক্ষ টাকা মূল্যের ব্যাটারী শতাধিক চোরাই মােবাইল চোরাই পেতলের বাসন উদ্ধার হয়েছে। ধৃতরা নরেন্দ্রপুর ঘটকপুকুর ঘুটিয়ারী শরীফ অঞ্চলে ঘর ভাড়া নিয়ে থাকতাে। ভদ্র বেশে গাড়ি নিয়ে নরেন্দ্রপুর সােনারপুর এলাকায় ঘুরে গাড়ির ব্যাটারী মােবাইল বাসন চুরি করতাে।
Advertisement
এদের আদি বাড়ি নরেন্দ্রপুর জীবনতলা কলকাতার বটতলা অঞ্চলে। সত্তর পিস বড়াে ব্যাটারী পঞ্চাশ পিস ছোট ব্যাটারী উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য প্রায় এগারাে লাখ। এত বড়াে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই দল টির পেছনে আরাে বড়াে কোনও চক্র আছে কীনা খতিয়ে দেখছে পুলিশ।
Advertisement
Advertisement



