ডানকুনির টোল প্লাজায় ‘স্বামী-স্ত্রী’র ব্যাগ থেকে উদ্ধার ৪০ টি পিস্তল

ডানকুনির টোল প্লাজার কাছে সোমবার বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে বেঙ্গল এসটিএফ। ধানবাদ থেকে কলকাতায় একটি বাস আসছিল। সেই বাসেই ওঠে অস্ত্রপাচারকারী।

Written by SNS Dankuni | October 19, 2021 2:45 pm

ডানকুনির টোল প্লাজার কাছে সোমবার বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে বেঙ্গল এসটিএফ। ধানবাদ থেকে কলকাতায় একটি বাস আসছিল। সেই বাসেই ওঠে অস্ত্রপাচারকারী। একজন স্বামী-স্ত্রীর পরিচয়ে বাসে ওঠে। তাদের সঙ্গে ছিল একটি এদের মধ্যে লাগেজ ব্যাগ। অস্ত্র পাচারের তথ্য আগের থেকেই ছিল বেঙ্গল এসটিএফের কাছে।

সেই তথ্যের ভিত্তিতে ডানকুনি টোল প্লাজার কাছে বাসটি দাঁড় করায় তারা। শুরু হয় তল্লাশি। সেই তল্লাশির সময় উদ্ধার হয় অস্ত্র। লাগেজ ব্যাগ থেকে ৪০ টি ৭ এমএম ও ৯ এমএম পিস্তলের যন্ত্রাংশ উদ্ধার হয়। পুলিশ মনে করছে বন্দুক পাচার বেশি ঝুঁকিপূর্ণ।

সে কারণে আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ আলাদা করে পাচার করা হচ্ছে। এইসব অস্ত্র আসছিল বিহারের মুঙ্গের থেকে। রাজ্যে চারটি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তার আগে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়িয়েছে পুলিশের।