• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নরেন্দ্রপুরে আটচল্লিশটা তাজা বােমা উদ্ধার

নরেন্দ্রপুর থানার পুলিশ খেয়াদহ দুই পঞ্চায়েত এলাকার কাটিপোঁতা অঞ্চলের একটি নির্জন মাছের ভেড়ির পাশ থেকে আটচল্লিশ টা তাজা বােমা উদ্ধার করলাে।

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: IANS)

রবিবার ভাের রাতে গােপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ খেয়াদহ দুই পঞ্চায়েত এলাকার কাটিপোঁতা অঞ্চলের একটি নির্জন মাছের ভেড়ির পাশ থেকে আটচল্লিশ টা তাজা বােমা উদ্ধার করলাে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বারুইপুর পুলিশ জেলা সূত্রে জানা গেল, বম্ব স্কোয়াড এসে বােমাগুলি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। এত বােমা এখানে কারা রাখলাে এখানেই তৈরি হচ্ছিল কীনা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

Advertisement

Advertisement