• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হলেন প্রাক্তন বাম মন্ত্রী আব্দুস সাত্তার, ছাড়লেন কংগ্রেস

সাত্তারের কংগ্রেস ত্যাগ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায় লিখিত বিবৃতি দিয়ে বলেছেন, ‘অনেকদিন ক্ষমতার বাইরে থেকে উনি হাঁপিয়ে উঠেছিলেন বোধ হয়।

আব্দুস সাত্তার। ফাইল চিত্র

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর সংক্রান্ত মুখ্য উপদেষ্টার পদে নিয়োগ করা হল বাম জমানার মন্ত্রী আব্দুস সাত্তারকে। এই পদে তাঁর নিয়োগের আগে পর্যন্ত তিনি কংগ্রেস দলে ছিলেন। পদে যোগদানের পর তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে চিঠি পাঠিয়ে দল থেকে ইস্তফা দেন। মঙ্গলবার, রাজ্য সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানেই মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে সাত্তারকে নিয়োগের কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, বামফ্রন্ট সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন উত্তর ২৪ পরগনার নেতা আব্দুস সাত্তার। ২০১৮ সালে তিনি কংগ্রেসে যোগদান করেন। ২০২১ সালের বিধানসভা ভোটে বাদুড়িয়া থেকে সাত্তারকে প্রার্থী করেছিল কংগ্রেস। কিন্তু তিনি জিততে পারেননি। আসন্ন উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে সাত্তারকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন, এই দায়িত্ব তিনি নিতে পারবেন না।

Advertisement

সাত্তারের কংগ্রেস ত্যাগ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায় লিখিত বিবৃতি দিয়ে বলেছেন, ‘অনেকদিন ক্ষমতার বাইরে থেকে উনি হাঁপিয়ে উঠেছিলেন বোধ হয়। তাই ন্যায় নীতিহীন, সুবিধাবাদী এই আত্মসমর্পণ। কংগ্রেস করতে অনেক শক্ত মেরুদণ্ড আর ত্যাগ-তিতিক্ষা লাগে, যেটা আমাদের হাজার হাজার কর্মী অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে প্রমাণ করেছেন। আমাদের দলে এ সবের কোনও প্রভাব পড়বে না।’

Advertisement

Advertisement