বঙ্গ সফর হঠাৎ বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই বিষয়টি জানানো হয়েছে। কেন রাজ্য সফর বাতিল করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত রাজ্যে আসছেন না স্বরাষ্ট্রমন্ত্রী।