• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পথ দুর্ঘটনায় মৃত্যু ফুটবলারের

শনিবার রাতে ভদ্রেশ্বর থানার দিল্লি রােডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তরুণ ফুটবলারের। মৃতের নাম জয়ব্রত দেবনাথ।শেওড়াফুলি কৃষকবাজারে সবজি আনতে যাচ্ছিল জয়ব্রত।

প্রতিকি ছবি (Photo: iStock)

শনিবার রাতে ভদ্রেশ্বর থানার দিল্লি রােডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তরুণ ফুটবলারের। মৃতের নাম জয়ব্রত দেবনাথ। স্থানীয় ও পুলিশি সূত্রে খবর, রাতে শেওড়াফুলি কৃষকবাজারে সবজি আনতে যাচ্ছিল জয়ব্রত। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বন্ধু সুজিতও গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য ভর্তি করেন হাসপাতালে। জানা গেছে, ২০১৩ সালে অনুর্ধ ১৪ দলে ভারত্নে হয়ে থাইল্যান্ডে খেলতে গিয়েছিলেন জয়ব্রত। তরুণ ফুটবলারের মৃত্যুতে এলাকায় শােকের ছায়া।

Advertisement

পুলিশ জয়ব্রতের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে। সৃজিত চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে।

Advertisement

Advertisement