• facebook
  • twitter
Friday, 15 August, 2025

মাছ চাষে জোর বাড়াতে ৭৩টি পদে নিয়োগ, উদ্যোগী মৎস্য দপ্তর

মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর এই পদক্ষেপের ফলে রাজ্যে মাছচাষের পরিকাঠামো আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

মাছচাষে আরও গতি আনতে এবার তৎপর রাজ্য সরকার। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, রাজ্যে মাছ উৎপাদন বাড়াতে হবে। সেই নির্দেশ মেনেই এবার বড়সড় পদক্ষেপ নিল রাজ্যের মৎস্য দপ্তর।

সূত্রের খবর, দপ্তরে মোট ৮১টি শূন্যপদ ছিল। তার মধ্যে ৭৩টি পদের নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। গত ১১ জুন মৎস্য দপ্তরের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছে। মৎস দপ্তর সূত্রে খবর, এই ৭৩টি পদের মধ্যে ৩২টি পদ থাকবে সাধারণ প্রার্থীদের জন্য। এছাড়াও ওবিসিএ-র জন্য বরাদ্দ ৮টি, ওবিসিবি-র জন্য ৫টি, তফশিলি জাতির জন্য ১৬টি এবং তফশিলি উপজাতির জন্য থাকছে ৫টি পদ। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির (ইডব্লিউএস) জন্য রাখা হয়েছে ৬টি পদ, এবং একটি পদ সংরক্ষিত হয়েছে এমএসপি-এর আওতায়।

মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর এই পদক্ষেপের ফলে রাজ্যে মাছচাষের পরিকাঠামো আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। নিয়োগপ্রাপ্ত কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ করবেন মাছচাষ, মাছের স্বাস্থ্য এবং প্রজনন প্রক্রিয়া উন্নত করার জন্য। পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিকও খুলে যাবে বহু চাকরিপ্রার্থীর সামনে।