• facebook
  • twitter
Thursday, 18 December, 2025

সর্বভারতীয় পরীক্ষায় প্রথম বর্ধমানের ছাত্র

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২৩ মার্চ— সর্বভারতীয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে রাজ্যের নাম উজ্জ্বল করলো বর্ধমান শহরের এক ছাত্র রাজা মাজি৷ চলতি বছর ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চশিক্ষার প্রবেশিকা পরীক্ষা ‘গ্রাজুয়েট আপটিটিউট টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং’ বা গেট-এ প্রথম হয়েছে সে৷ বর্ধমান শহরের খালুইবিলুই মাঠ এলাকার বাসিন্দা রাজার এই সাফল্যে উচ্ছসিত সকলেই৷ বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল থেকে ২০১০ সালে

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২৩ মার্চ— সর্বভারতীয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে রাজ্যের নাম উজ্জ্বল করলো বর্ধমান শহরের এক ছাত্র রাজা মাজি৷ চলতি বছর ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চশিক্ষার প্রবেশিকা পরীক্ষা ‘গ্রাজুয়েট আপটিটিউট টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং’ বা গেট-এ প্রথম হয়েছে সে৷ বর্ধমান শহরের খালুইবিলুই মাঠ এলাকার বাসিন্দা রাজার এই সাফল্যে উচ্ছসিত সকলেই৷ বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল থেকে ২০১০ সালে মাধ্যমিক পাশ করে রাজা৷ এর পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ সালে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়৷ স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরি করে পাঁচ বছর৷ তবে প্রথম থেকেই শিক্ষকতার ইচ্ছা থাকায় ছেডে় দেয় কেন্দ্রীয় সরকারের চাকরি৷ এর পর বিষ্ণুপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকতার চাকরিতে যোগ৷ এখানেই চাকরিরত অবস্থায় উচ্চশিক্ষার জন্য বসে গেট পরীক্ষায়৷ আর সেখানেই আসে সর্বোচ্চ সাফল্য৷

এর মধ্যে চলে আসে মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় কাজ করার সুযোগ৷ সেটাও প্রত্যাখ্যান করেন রাজা৷ চলতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ‘গেট’ পরীক্ষায় বসে সে৷ মার্চ মাসে এই পরীক্ষার ফল প্রকাশিত হয়৷ সেখানেই প্রথম স্থান অধিকার করেছেন রাজা৷ তার এই সাফল্য সম্পর্কে রাজা মাজি জানিয়েছেন, ‘ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পর চাকরি করার ইচ্ছা কোনওদিনই ছিল না৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে পাঁচ বছর চাকরি করার পরেও মনে হয়েছিল এই কাজ আমার জন্য নয়৷ শুধুমাত্র উচ্চ শিক্ষার জন্যেই গেট পরীক্ষা দিয়েছি৷ উচ্চশিক্ষা শেষ হওয়ার পর শিক্ষকতাতেই থাকব৷’

Advertisement

Advertisement

Advertisement