বৌবাজারের বহুতলে আগুন

সোমবার দুপুরে বৌবাজারের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বহুতলটি বউবাজার থানার উল্টো দিকেই। ঘটনার পর খুব তাড়াতাড়ি সেখানে দমকল এসে পৌছায়। 

Written by SNS Kolkata | February 16, 2021 10:39 am

প্রতীকী ছবি (File Photo: IANS)

সোমবার দুপুরে বৌবাজারের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বহুতলটি বউবাজার থানার উল্টো দিকেই। ঘটনার পর খুব তাড়াতাড়ি সেখানে দমকল এসে পৌছায়। 

পুলিশ সূত্রের খবর এদিন বেলা দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা ওই বহুতলে আগুনের ফুলকি দেখতে পান। খুব দ্রুত ওই আগুন বহুতলের একাংশে ছড়িয়ে পড়ে। বহুতলটি যেহেতু ঘিঞ্জি এলাকাতে অবস্থিত তাই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌছে দমকল কর্মীরা চেষ্টা করতে থাকে যাতে আগুন অন্যত্র ছড়িয়ে না পড়ে।

পুলিশের তরফে জানা গিয়েছে ওই বহুতলটি একটি সরু রাস্তার উপর অবস্থিত হওয়ায় আগুন নেভানাের কাজে অসুবিধা হচ্ছিল। আশেপাশের বাড়ি থেকেও দমকল কর্মীরা পাইপের মাধ্যমে জল দিয়ে ওই বহুতলের আগুন নেভানাের চেষ্টা করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। 

আগুন নেভানাের কাজে দমকলের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও হাত লাগিয়েছিলেন। জানা গিয়েছে বহুতলের যে ঘরে আগুন লেগেছিল সেখানে কেউ থাকতেন না। এই অগ্নিকাণ্ডের ঘটনাতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি তবে কী ভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।