সাতসকালে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়াল কলকাতার চাঁদনি চকে। রবিবার সকাল ৭টা ১০ নাগাদ চাঁদনি চক লাগোয়া সিএসসি অফিসের একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। বিস্ফোরণের শব্দও শোনা যায়। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। দ্রুত আগুন ছড়াতে থাকায় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। দমকলকর্মীদের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলকর্মীদের তৎপরতায় বড় অঘটন ঘটেনি। কীভাবে সাতসকালে ওই ট্রান্সফর্মারে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
Advertisement
রবিবার ছুটির দিন হওয়ায় ওই এলাকায় তেমন ভিড় ছিল না। সেই কারণেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার ব্যস্ত সময়ে লালবাজারের কাছে আরএন মুখার্জি রোডের একটি গুদামে বিধ্বংসী আগুন লাগে। গুদামটিতে গাড়ির যন্ত্রাংশ মজুত করা ছিল।
Advertisement
Advertisement



