সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে নেত্রী হয়েছেন, আজ সেই সন্ত্রাস করেই ক্ষমতায়: অধীর

‘বাংলার মুখ্যমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে মানুষের হয়েছিলেন। আজ আপনার নেত্রী নেতৃত্বেই বাংলায় সন্ত্রাস চলছে।’ বললেন অধীর রঞ্জন চৌধুরী।

Written by SNS Kolkata | March 29, 2022 3:33 pm

বীরভূমের কার্টুইয়ের ঘটনায় এখনও সরগরম বাংলার রাজনীতি। তা নিয়ে শিলিগুড়ি থেকে বিরোধীদের যখন নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময়ই হাওড়া থেকে তৃণমূল নেত্রীকে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

তাতে বগটুইয়ের হত্যাকাণ্ড থেকে বেকারত্ব, সব প্রসঙ্গই ছুঁয়ে গেলেন তিনি।

বাংলায় বেঁচে থাকতে চাকরি মেলে না, চাকরি পেতে খুন হতে হয় বলে দাবি কটাক্ষ করেন অধীর। মমতার আমলে রাজ্যের পরিস্থিতি নিয়েও তীব্র কটাক্ষ করেন।

হাওড়ার আনিস খান থেকে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু এবং সর্বোপরি কার্টুইয়ের ঘটনা, এদিন একের পর এক ঘটনার কথা উঠে আসে অধীরের বক্তৃতায়।

তিনি বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে মানুষের হয়েছিলেন। আজ আপনার নেত্রী নেতৃত্বেই বাংলায় সন্ত্রাস চলছে।

অর্থাৎ সন্ত্রাসকে হাতিয়ার করে ক্ষমতায় টিকে রয়েছেন আপনি একদিন সন্ত্রাসের মোকাবিলা করতে এসেছিলেন।

আজ ক্ষমতায় থাকার জন্য সন্ত্রাসকে হাতিয়ার করছেন। শিলিগুড়ি থেকে এদিনই বিরোধীদের নিশানা করেন মমতা।

বগটুইয়ের গুলি এবং অগ্নিসংযোগের ঘটনায় তৃণমূলেরই লোক মারা গিয়েছেন। তারপরেও বিরোধীরা অযথা তাঁকে আক্রমণ করে চলেছেন বলে দাবি করেন মমতা।

কিন্তু অধীরের বক্তব্য, ‘বীরভূমের ঘটনায় একটা জিনিস পরিষ্কার, দিদির মাথায় অক্সিজেনের সরবরাহ বাড়ানো দরকার।

তাই বাংলা যখন জ্বলছে, অক্সিজেন বাড়াতে উত্তরবঙ্গে হাওয়া খেতে গিয়েছেন। আমাদের অভিযোগ যদি ভুল হয়, মানুষ শাস্তি দেবেন।’