• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে খুন, ডায়মন্ড হারবারে উত্তেজনা

নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার শুকদেবপুর গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা।

নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার শুকদেবপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। মৃতের নাম হরেন্দ্রনাথ বৈদ্য (৬৮)। খুনের অভিযোগে তাঁর পুত্র সুপ্রিয় বৈদ্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরেন্দ্রনাথবাবু ও তাঁর ছেলে সুপ্রিয় দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকতেন। অভিযোগ, মাদকাসক্ত সুপ্রিয় নিয়মিত বাবার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। শনিবার রাতে বাবার কাছে নেশার জন্য টাকা চান তিনি। হরেন্দ্রনাথবাবু তা দিতে অস্বীকার করায় শুরু হয় তীব্র বচসা। এরপরই সুপ্রিয় ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে বাবাকে খুন করেন।

ঘটনার সময় বাড়িতে আর কেউ ছিলেন না। খুনের পরে কিছু সময় গ্রামের মধ্যেই ঘোরাফেরা করেন অভিযুক্ত। ফলে প্রথমে কেউ কিছু টের পাননি। পরে প্রতিবেশীরা সন্দেহ হওয়ায় খোঁজ নিতে গিয়ে হরেন্দ্রনাথবাবুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর যায় ডায়মন্ড হারবার থানায়। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় হরেন্দ্রনাথবাবুকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকায় মাদক ও নেশাজাত দ্রব্যের অবাধ বিক্রি বেড়েছে। তরুণদের বিপথে যাওয়ার ঘটনা বাড়ছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ওই বিষয় নিয়েই ক্ষোভের সঞ্চার হয়েছে সাধারণ মানুষের মধ্যে। খুনের অভিযোগে অভিযুক্ত সুপ্রিয় বৈদ্যকে রাতেই গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। রবিবার অভিযুক্ত যুবককে আদালতে তোলা হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Advertisement

Advertisement