বিস্ফোরণের জেরে কেঁপে উঠল বনগাঁর একটি স্কুল চত্বর। ঘটনায় জখম হয়েছে ওই স্কুলের পঞ্চম শ্রেণির দুই ছাত্র। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকার খড়ুয়া রাজাপুর হাইস্কুলের বাইরে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ওই স্কুলের দুই পড়ুয়া টিফিনের সময় বাইরে বেরিয়েছিল। স্কুল সংলগ্ন রাস্তাতে কাজের জন্য পাথর মজুত করা ছিল রাস্তার ধারেই। সেই পাথরের স্তুপের মধ্যে থেকে দুটি তারের মুখ বেরিয়েছিল। তা দেখে কৌতূহল হয় ওই দুই পড়ুয়ার। তার দুটি কিসের, তা জানার জন্য হাতে তোলে ওই দুই পড়ুয়া। এরপর নেড়েচেড়ে পুনরায় তা রেখে দিতেই দুই তারের সংস্পর্শের জেরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। যার জেরে জখম হয় ওই দুই পড়ুয়া। শিবা রায় নামে এক পড়ুয়ার দুই হাত রীতিমতো ঝলসে যায়। তার ডান হাতের তিনটি আঙ্গুল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে শিবা রায়ের জখম তিনটি আঙুলেই সেলাইয়ের ব্যবস্থা করা হয়।
Advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। ওখানে কোনও বিস্ফোরক দ্রব্য রাখা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত আজই স্কুলে স্টোন রাখা হয়েছিল। সেখানে আচমকা বিস্ফোরক দ্রব্য কী করে এলো, তা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে।
Advertisement
Advertisement



