• facebook
  • twitter
Friday, 13 December, 2024

চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগ, কলকাতার একাধিক জায়গায় তল্লাশি ইডির

চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে সক্রিয় ইডি। চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগে মঙ্গলবার কলকাতার একাধিক এলাকায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগে মঙ্গলবার কলকাতার একাধিক এলাকায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার পাশাপাশি এই মামলায় ভিন রাজ্যেও তল্লাশি চালান তদন্তকারীরা। মঙ্গলবার সকালে নিউ আলিপুর, বেহালা, জোকা সহ একাধিক এলাকায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে সক্রিয় ইডি। এই চিটফান্ড সংস্থাটি দিল্লির বলে জানা গিয়েছে। প্রয়াগ নামের এই সংস্থার বিরুদ্ধে আমানতকারীদের টাকা তছরুপের অভিযোগ রয়েছে। প্রায় কয়েকশো কোটি টাকার প্রতারণা হয়েছে বলে জানা গিয়েছে। এই মামলার তদন্তে নেমে প্রয়াগের ডিরেক্টর অভীক বাগচির নিউ আলিপুরের অভিজাত ফ্ল্যাটে অভিযান চালালেন ইডির আধিকারিকরা। অভীক বাগচীর বাবা বাসুদেব বাগচী এই কোম্পানির সিএমডি। অভীক ও বাসুদেবের ফ্ল্যাটের পাশাপাশি তাঁদের ঘনিষ্ঠের বেহালার বাড়িতে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। তল্লাশি চালানো হয়েছে জোকার একটি রিসর্টেও। এসব জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

মঙ্গলবার সকালে প্রথমে নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে যান তদন্তকারী আধিকারিকরা। সেখানকার একটি অভিজাত আবাসনে থাকেন প্রয়াগের দুই ডিরেক্টর বাসুদেব ও অভীক বাগচি। সেখানে তল্লাশির পাশাপাশি বেহালাতেও তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। এছাড়াও ডায়মন্ড হারবার রোডের পাশে জোকার একটি রিসর্টে তল্লাশি চালানো হয়।

উল্লেখ্য, আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ২০১৭ সালের ১৫ মার্চ বাসুদেব বাগচি ও তাঁর ছেলে অভীক বাগচিকে গ্রেপ্তার করে সিবিআই। পরে এই মামলায় তদন্তভার গ্রহণ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।