মঙ্গলবার সকাল থেকেই ইডি তল্লাশি শুরু হয়েছে রাজ্যের নানা প্রান্তে। মেডিক্যাল তথা ডাক্তারি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন শুরু হয়েছে তল্লাশি।
এদিন সকালে নদিয়ার চাকদহ থানার পাঁচপোতা এলাকায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজে ইডি হানা দেয়। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে নদিয়ার কল্যাণী এ ব্লকে ওই মেডিক্যাল কলেজের কর্ণধারের বাড়িতেও হানা দেন ইডির তিন আধিকারিক। চলছে তল্লাশি, জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। ওই কর্ণধারের বাড়িতেও ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
Advertisement
মঙ্গলবার সকাল থেকে মেডিক্যাল কলেজ ভর্তি সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে কলকাতা, হলদিয়া, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি নদিয়াতেও ইডি হানা দেয়। সূত্রের খবর, টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট জমা দিয়ে ভর্তি করা হয়েছে। ভুয়ো নথি দিয়ে জাল করে দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকার, এমনটাই আশঙ্কা অফিসারদের। ফলে সকাল থেকেই চলছে এই ইডির হানা।
Advertisement
Advertisement



