ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাপয়সা লেনদেন নিয়ে অসঙ্গতির অভিযােগে ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে তলব করল ইডি। তবে এই নােটিসের বিষয়টি অস্বীকার করেছেন ফিরহাদ হাকিম।
সূত্রের খবর, প্রিয়দর্শিনীকে নােটিস দিয়ে আসা হয়েছে। গত কয়েক বছর ধরে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার একাধিকবার বিদেশে গিয়েছেন বলে ইডি’র তদন্তকারীদের দাবি। সেই সূত্রে বিদেশে টাকা পাচার করার সন্দেহ ঘনীভূত হয়েছে। এছাড়া ইয়াসিরের বিদেশ সফরের সঙ্গে একজন বিদেশি অভিনেত্রীর নামও জড়িয়েছে। কীভাবে টাকা পাচার হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে ইডি সূত্রে।
Advertisement
ইডির বক্তব্য, প্রিয়দর্শিনীর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের ওপর নজরদারি করা হয়েছে। সেই কারণেই তলব ফিরহাদ তনয়াকে।
Advertisement
এই মুহূর্তে সিইএসসি’তে সােস্যাল মিডিয়া দেখভালের কাজ করেন প্রিয়দর্শিনী। চলতি সপ্তাহের মধ্যেই ইডির তদন্তকারীদের সঙ্গে মুখােমুখি হওয়ার জন্য নােটিস ধরানাে হয়েছে ফিরহাদ-তনয়াকে।
Advertisement



