আজ, সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এসআইআরের প্রথম ধাপে কোন কোন রাজ্যে কীভাবে কাজ হবে তা–ও ঘোষণা হতে পারে। আগামী বছর দেশের যে সব রাজ্যে নির্বাচন রয়েছে সেই রাজ্যগুলিতে সংশোধনের কাজ প্রথমে শুরু হবে। পশ্চিমবঙ্গ সহ এই রাজ্যের তালিকায় রয়েছে কেরল, অসম, তামিলনাড়ু ও পুদুচেরি।
সূত্রের খবর, মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ এই রাজ্যগুলিতে শুরু হতে পারে এসআইআরের কাজ। আগামী ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন বুথ লেভেল অফিসার (বিএলও)–রা। এই ফর্মের সফট কপি ইআরও পোর্টালে আগেই পাঠিয়ে দেবে কমিশন। তারপর সেগুলি ছাপার জন্য যাবে। একজন ভোটারের জন্য দুটো করে এনুমারেশন ফর্ম ছাপানো হবে। আজ সোমবার বিকেল চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন। সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ছাড়াও উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীও।
Advertisement
বর্তমানে বাংলায় ভোটারের সংখ্যা প্রায় ৭ কোটি ৬৫ লক্ষ। এনুমারেশন ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন বিএলও–রা। এই ফর্মে ভোটারের নাম, এপিক নম্বর, ঠিকানা, জন্মতারিখ সহ বেশিরভাগ তথ্য ছাপা থাকবে। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সহ তা জমা দিতে হবে। দুটি ফর্মের মধ্যে একটি সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে এবং অন্যটি বিএলও নিয়ে যাবেন। কমিশনের তরফে জানানো হয়েছে, বিহারের মতোই বর্তমানে ভোটার তালিকায় নাম রয়েছে, এমন সব ব্যক্তি এনুমারেশন ফর্ম পাবেন।
Advertisement
উল্লেখ্য, দেশের মধ্যে প্রথম বিহারে এসআইআর করে কমিশন। সেই সময় কমিশন জানিয়েছিল, গোটা দেশে ধাপে ধাপে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। সেই মতো প্রস্তুতি শুরু করে কমিশন। প্রশিক্ষণ দেওয়া হয় বুথ লেভেল অফিসারদের। বাংলায় শেষবার ২০০২ সালে এসআইআর হয়েছিল। সেই বারের সংশোধিত তালিকার সঙ্গে রাজ্যের ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এসআইআর করে সব ভোটারের নাম নতুনভাবে নথিভুক্ত করা হয়েছে।
Advertisement



