• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

ইসরোয় প্রশিক্ষণে সুযোগ পেল পশ্চিমবঙ্গের দুই কৃতী পড়ুয়া

অল্প বয়সেই ইসরো-তে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে পশ্চিমবঙ্গের দুই পড়ুয়া। বিজ্ঞান জগতে এর আগেও বহু স্তরে মুখ উজ্জ্বল করেছে বাংলার ছাত্রছাত্রীরা।

অল্প বয়সেই ইসরো-তে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে পশ্চিমবঙ্গের দুই পড়ুয়া। বিজ্ঞান জগতে এর আগেও বহু স্তরে মুখ উজ্জ্বল করেছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা। এবার সেই তালিকায় নাম রাখতে পেরে খুবই খুশি পূর্ব মেদিনীপুরে এগরার বাসিন্দা আদিত্যজ্যোতি কর এবং জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রী স্নেহা বেরা। এতো ছোট বয়সে ছেলে-মেয়ের এই প্রাপ্তি পরিবার থেকে শুরু করে আত্মীয়-স্বজন, শিক্ষক-শিক্ষিকা সবার জন্যই আনন্দের এবং গর্বের।

জানা গিয়েছে, ছোট থেকেই বিজ্ঞান নিয়ে উৎসাহ ছিল এগরা পাবলিক স্কুলের দশম শ্রেণির ছাত্র আদিত্যজ্যোতির। মাত্র ১৫ বছর বয়সেই সে বিজ্ঞান বিষয়ক প্রচুর পুরস্কারও জিতে নিয়েছে। পাশাপাশি, এথিক্যাল হ্যাকিং, কম্পিউটারে অপারেটিং সফটওয়্যার তৈরি সবই আয়ত্তে এনে ফেলেছে। তার ইচ্ছে বড়ো হয়ে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করবে। ইসরোয় ১৫ দিনের প্রশিক্ষণ শিবিরে যোগদানের সুযোগ পাওয়াকে আদিত্যজ্যোতি স্বপ্নের পথে এক ধাপ এগোনো বলে মনে করছে। স্কুলের শিক্ষকের কথা শুনে ইসরোর ওয়েবসাইটে অনলাইনে পরীক্ষা দিয়েছিল সে। ইসরোর চিঠি পেয়ে খুশিতে আত্মহারা আদিত্যজ্যোতি এই সফলতার কৃতিত্ব পরিবার ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাকে দিয়েছে।

অন্যদিকে, জওহর নবোদয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র স্নেহা বেরা সুযোগ পেয়েছে ইসরোর যুব বিজ্ঞানী কর্মসূচি ২০২৫-এ। এই ইউভিকা কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের মহাকাশ বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা এই বিষয়গুলি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আদিত্যজ্যোতির মতো তারও ভবিষ্যতে মহাকাশ গবেষণা নিয়েই এগোনোর ইচ্ছে।

News Hub