• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জখম বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করলেন জেলাশাসক

জেলাশাসকের বদান্যতায় জীবন ফিরে পেলেন পথদুর্ঘটনায় আহত এক ষাটোর্দ্ধ মহিলা। রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে নিজের গাড়িতে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করলেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী। ওই মহিলার চিকিৎসার সবরকমের ব্যবস্থার নির্দেশ দেন বিডিওকে। প্রকাশ পেয়েছে, বালুরঘাটের মণিপুরের বাসিন্দা গীতা বর্মণ (৭০) রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। পিছন থেকে বালুরঘাটগামী একটি

জখম বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করলেন জেলাশাসক

জেলাশাসকের বদান্যতায় জীবন ফিরে পেলেন পথদুর্ঘটনায় আহত এক ষাটোর্দ্ধ মহিলা। রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে নিজের গাড়িতে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করলেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী।
ওই মহিলার চিকিৎসার সবরকমের ব্যবস্থার নির্দেশ দেন বিডিওকে। প্রকাশ পেয়েছে, বালুরঘাটের মণিপুরের বাসিন্দা গীতা বর্মণ (৭০) রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। পিছন থেকে বালুরঘাটগামী একটি বেপরোয়া গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন ওই মহিলা। প্রতিবাদে এলাকায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী।
ঘটনা দেখে তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়েন তিনি। বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে নিজের গাড়িতে করে নিয়ে যান জেলা হাসপাতালে।
দুর্ঘটনার ঘটনায় মণিপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Advertisement

Advertisement