টিকা না নিলে বেতন মিলবে না, হুঁশিয়ারি জেলাশাসকের

উজ্জয়িনীর জেলাশাসক আশিস সিংহ জানিয়েছেন, ৩১ জুলাইয়ের মধ্যে টিকা না নিলে বেতন দেওয়া হবে না। 

Written by SNS Bhopal | June 24, 2021 11:12 pm

প্রতীকী ছবি (Photo: SNS/Deepak)

সরকারি কর্মচারীরা যাতে টিকা নেন তার জন্য অভিনব নির্দেশিকা জারি করা হল মধ্যপ্রদেশে। এই রাজ্যের উজ্জয়িনীর জেলাশাসক জানিয়েছেন, ৩১ জুলাইয়ের মধ্যে টিকা না নিলে বেতন দেওয়া হবে না। 

উজ্জয়িনীর জেলাশাসক আশিস সিংহ এমনই নির্দেশিকা জারি করেছেন। ৩১ জুলাইয়ের মধ্যে সরকারি কর্মচারীরা যদি টিকা না নেন তবে তাদের বেতন দেওয়া হবে না। শংসাপত্র জমা দিলে তবেই তাদের বেতন দেওয়া হবে। 

উজ্জয়িনীর জেলাশাসক আশিস সিংহ সংবাদসংস্থা পিটিআইকে বলেন, একশাে শতাংশ টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছি জেলায়। সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। 

জেলা রাজস্ব দফতরের আধিকারিকরা সরকারি কর্মচারীরা টিকাকরণের শংসাপত্র নেবেন। তারপর তাদের বেতনের প্রক্রিয়া চালু হবে।