আম্ফানে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১৫০ কোটি বন্টন শুরু

আম্ফানে ক্ষতিগ্রস্তদের জন্য দেড়শো কোটি টাকা অর্থসাহায্য বন্টন শুরু হল সোমবার থেকে। দুর্যোগের শিকার ন’টি জেলার কৃষকদের জন্য এই অর্থসাহায্য করা হল।

Written by SNS Kolkata | June 2, 2020 3:07 pm

আম্ফানে ক্ষতিগ্রস্ত বাড়ি। (Photo by Dibyangshu SARKAR / AFP)

আম্ফানে ক্ষতিগ্রস্তদের জন্য দেড়শো কোটি টাকা অর্থসাহায্য বন্টন শুরু হল সোমবার থেকে। দুর্যোগের শিকার ন’টি জেলার কৃষকদের জন্য এই অর্থসাহায্য করা হল। এই ন’টি জেলার মধ্যে রয়েছে দুই চব্বিশ প্রগণা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং নদীয়া।

আম্ফানে ক্ষতিগ্রস্ত রাজ্যের কৃষকদের জন্য ঘোষিত কৃষকবন্ধু প্রকল্পে যে টাকা জমা ছিল, আপাতত সেই খাত থেকে এই দেড়শো কোটি টাকা দেওয়া হল। রাজ্যের কৃষি দফতরের উদ্যোগে এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে সোমবার।

যদিও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, কৃষকবন্ধু প্রকল্পে আটশো কোটি টাকা দেওয়া হবে। রাজ্যের কৃষকদের জন্য শস্যবীমা প্রকল্পে কেন্দ্রীয় সরকারি অনুদান নিতে অস্বীকার করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আম্ফানে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারি অনুদান পৌছয়নি রাজ্যের কৃষকদের কাছে। এই অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে কৃষকবন্ধু প্রকল্পে এই অর্থবরাদ্দ অনেকটাই ক্ষোভ সামলানোর চেষ্টা বলে মনে করছে বিরোধীরা।