• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

কোচবিহারে নেতাজি প্রসঙ্গে আলোচনা

কোচবিহার শহরের অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরামের উদ্যোণে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রাকপ্রাক ১২৫ বৎসর জন্মজয়ন্তী উৎসব পালন ও এক আলােচনার আয়ােজন করা হয়েছিল।

কোচবিহার শহর অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরাম (ছবি: SNS Web)

রবিবার কোচবিহার শহরের অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরামের উদ্যোণে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রাক ১২৫ বৎসর জন্মজয়ন্তী উৎসব পালন ও এক আলােচনার আয়ােজন করা হয়েছিল। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরামের সাধারণ সম্পাদক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি।

তিনি বলেন, কেন্দ্রীয় সরকার, নেতাজি উদযাপন কমিটিতে এমন লােকদের রেখেছে যারা কোনও দিন নেতাজির ছবিতে মালা পর্যন্ত দেননি তিনি বলেন, নেতাজির আবান ও মৃত্যু নিয়ে রাশিয়ার KJB-র ফাইল প্রকাশ করতে হবে, কারণ এটা বাধ সত্য যে নেতাজির মৃত্যু রাশিয়াতেই ঘটেছে। সত্যকে বেশি দিন আর চেপে রাখা যাবে না।

Advertisement

জয়দীপবাবু আরও বলেন যে, নেতাজির তদন্ত সংক্রান্ত ফাইল গুলি অবিলম্বে প্রকাশিত করতে হবে।

Advertisement

Advertisement