জল্পনার মেঘ কাটিয়ে এক মঞ্চে দিলীপ-হিরণ

প্রথম থেকেই প্রচার মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ও খড়্গপুর সদরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের সম্পর্কের রসায়নের ‘জটিলতা’ নিয়ে।

Written by SNS Kolkata | October 8, 2021 4:15 pm

বিধায়ক হিরণ চ্যাটার্জী (Photo: Facebook @HiraanC)

প্রথম থেকেই প্রচার মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ও খড়্গপুর সদরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের সম্পর্কের রসায়নের ‘জটিলতা’ নিয়ে। দিলীপের উপর অসন্তুষ্ট হিরণ দল ছাড়তে পারেন সেই সম্ভাবনা নিয়েও বেশ কিছুদিন ধরেই শহর রাজনৈতিক মহল উত্তাল।

হিরণ দৈনিক স্টেটসম্যানকে পরিষ্কার জানিয়েছিলেন, সেরকম কোনও সম্ভাবনা নেই। স্থানীয় রেলের কড়া সমালোচনা মানুষের কল্পনা শক্তিকে বাড়িয়ে দিয়েছিল।

বৃহস্পতিবার গোলবাজার রামমন্দিরে বিজেপির এক তাত্ত্বিক আলোচনায় অংশ নিয়ে হিরণ পরিষ্কার জানালেন, ‘খড়গপুরের জন্য আমাকে কাজ করতে হবে। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি।’