দিঘাগামী বাস ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে জখম ১৭

দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে বাস ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই চালক। বাসে থাকা অন্তত ১৫ জন পর্যটকও জখম হয়েছেন। তাঁদের হেঁড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দুই চালকের অবস্থা সংকটজনক। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তাঁরা। যাত্রীদের মধ্যে অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

সোমবার সকালে দিঘার দিকে যাচ্ছিল একটি যাত্রিবাহী বাস। পূর্ব মেদিনীপুরের কৃষ্ণনগরে সেই বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা একটি কন্টেনারের। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

স্থানীয় বাসিন্দারা জানান, কন্টেনারটি বেপরোয়া গতিতে ছুটছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা বাসটিকে ধাক্কা দেয় সেটি। সংঘর্ষের জেরে দু’টি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুটি গাড়ির চালকই গুরুতর জখম হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। পুলিশ সূত্রে খবর, কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের সঙ্গে কথা বলছেন পুলিশকর্মীরা। চালকেরা সুস্থ হলে, তাঁদের সঙ্গেও কথা বলা হবে।


এর আগে মে মাসের শেষে ১১৬ বি জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি অটোয় সজোরে ধাক্কা মেরেছিল ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল পাঁচজনের। আহত হন তিনজন। জাতীয় সড়কের উপর ইড়িঞ্চি ব্রিজের কাছে নন্দকুমারগামী ওই অটোটিকে পিছন দিক থেকে ধাক্কা মারে ট্রাকটি। রাস্তার উপরেই অটোটি উল্টে যায়। অটোতে মোট ৮ জন যাত্রী ছিলেন।