রাজ্যে ১০০ দিনের কাজ কবে চালু হবে, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট দিশা নেই। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে আগামী ১ জুলাই রাজ্যে ১০০ দিনের যাক শুরু করার কথা বলা হলেও এখনও কেন্দ্রের তরফে কোনও সদর্থক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। কারণ মোদী সরকার হাইকোর্টের নির্দেশ মেনে ফের ১০০ দিনের কাজ চালু করবে, নাকি পাল্টা আইনের পথে হাঁটবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি।
রাজ্যের টাকা আটকে থাকার বিষয়টি শুধুমাত্র মন্ত্রক বা আইনি জটিলতা সংক্রান্ত বিষয় নয়, এর পিছনে রয়েছে রাজনৈতিক কারণ। গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী শিবরাজ সিং চৌহান সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিষয়টি আলোচনা করেই তা চূড়ান্ত করবেন। সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রকের সচিব শৈলেশ কুমারকে বাংলার কাজ চালু করা বা বকেয়া মেটানো নিয়ে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি কোনও উত্তর দেননি।
প্রসঙ্গত, একশো দিনের কাজ ও আবাস যোজনায় রাজ্যের টাকা বকেয়া রয়েছে দীর্ঘদিন। এই নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বহু বছর ধরেই টানাপোড়েন চলছে। তার মধ্যে রাজধানী দিল্লিতে এই দুই প্রকল্প-সহ সংশ্লিষ্ট মন্ত্রকের একাধিক প্রকল্পের কাজ নিয়ে পর্যালোচনা বৈঠক চলছে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে। এই বৈঠকে রাজ্যের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথন।
সোমবার প্রথমদিনের বৈঠকে রাজ্যস্তরের সচিবদের বলার সুযোগ না থাকলেও মঙ্গলবার দ্বিতীয় দিনে দেশের বহু রাজ্যের সচিবরা তাঁদের বক্তব্য রাখার সুযোগ পান। তবে বাংলা একেবারে শেষের দিকে থাকায় উলগানাথন সেই সুযোগ পাননি। বৈঠকের শেষদিনে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর সামনে নিজের বক্তব্য তুলে ধরার কথা থাকলেও কেন্দ্র বাংলায় একশো দিনের কাজ চালু করার বিষয়ে নিশ্চিত কোনও উত্তর দিতে পারে কিনা, তা নিয়ে রাজনৈতিক সংশয় তৈরি হয়েছে।