• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

আদালতের নির্দেশ সত্ত্বেও ঠিকাদারদের ৮০ লক্ষ টাকা বকেয়া

অর্থসচিবের বিরুদ্ধে রুল জারি

ফাইল চিত্র

টেন্ডারের কাজ শেষ করেও ১৫ বছর ধরে টাকা না পেয়ে ক্ষুব্ধ ঠিকাদাররা। বারবার হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও মেলেনি বকেয়া। অবশেষে কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের অর্থসচিব ও নগরোন্নয়ন দপ্তরের সচিবের বিরুদ্ধে রুল জারি করল বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ।

অভিযোগ, ২০১০ সালে রায়গঞ্জ পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করেছিলেন একাধিক ঠিকাদার। কাজের মোট মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। দীর্ঘ ১৫ বছর পেরিয়ে গেলেও তাঁদের হাতে পৌঁছয়নি পারিশ্রমিক। ঠিকাদারদের আর্জিতে এর আগে একাধিকবার হাইকোর্ট রাজ্যকে বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল। চলতি বছরের ১৪ জুলাইও আদালত সাফ জানায়, দ্রুত ওই টাকা মেটাতে হবে। কিন্তু কোনও অগ্রগতি না হওয়ায় ক্ষোভ উগরে দিয়ে শুক্রবার রুল জারি করল আদালত।

Advertisement

হাইকোর্ট স্পষ্ট করেছে, আদালতের নির্দেশ কার্যকর না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিচারপতিদের পর্যবেক্ষণ, প্রশাসন ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ উপেক্ষা করেছে। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে। আদালতের কড়া অবস্থানের পরে এ বার অর্থসচিব ও নগরোন্নয়ন দপ্তরের সচিব কীভাবে জবাব দেন, সেটাই দেখার। মামলার পরবর্তী শুনানি আগামী ৩ নভেম্বর।

Advertisement

Advertisement