কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দলকে অপসারণের দাবি 

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য বার কাউন্সিল।

Written by SNS Kolkata | June 28, 2021 3:02 pm

কলকাতা হাইকোর্ট (File Photo: iStock)

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য বার কাউন্সিল। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এন ভি রামান্নাকে চিঠি লিখলেন বার কাউন্সিলের সদস্যরা। 

চিঠিতে বলা হয়েছে একাধিক মামলার ক্ষেত্রে প্রধান বিচারপতির নিরপেক্ষতা প্রশ্ন তােলার অবকাশ তৈরি করেছে। বিশেষ করে রাজ্য সরকারের মামলাগুলির ক্ষেত্রে এধরনের অভিযােগ বেশি। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বদলের আবেদন জানানাে হল রাজ্য বার কাউন্সিলের তরফে। 

নারদ, নন্দীগ্রামের মতাে মামলাগুলিতে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ভূমিকা সন্তোষজনক নয়। কেন সন্তোষজনক নয় তারও ব্যাখ্যা দিয়েছেন বার কাউন্সিলের পদাধিকারিরা। 

মূলত নারদ মামলায় প্রধান বিচারপতির ভূমিকাতে অসন্তোষ প্রকাশ করা হয়েছে রাজ্য বার কাউন্সিলের পক্ষ থেকে, সে কারণেই প্রধান বিচারপতির অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে রবিবার চিঠি পাঠালাে রাজ্য বার কাউন্সিল।