• facebook
  • twitter
Friday, 5 December, 2025

খনি গর্ভে শ্রমিকের মৃত্যু, নিয়োগ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

সীতারাম মুখোপাধ্যায়, আসানসোল: খনি গর্ভে অসুস্থ হয়ে মৃত্যু হল এক শ্রমিকের । মৃত শ্রমিকের নাম শেখ শফিক । বুধবার রাতে ঘটনাটি ঘটে ইসিএল-এর পাণ্ডবেশ্বর কোলিয়ারিতে। বুধবার রাত দশটা নাগাদ ইসিএল-এর পাণ্ডবেশ্বর কোলিয়ারির খনি গর্ভে কাজ করার সময় হঠাৎই অসুস্থ বোধ করেন শেখ শফিক (৫১) নামে এক শ্রমিক। সহকর্মীরা দ্রুত তাঁকে খনি গর্ভ থেকে উপরে তুলে

সীতারাম মুখোপাধ্যায়, আসানসোল: খনি গর্ভে অসুস্থ হয়ে মৃত্যু হল এক শ্রমিকের । মৃত শ্রমিকের নাম শেখ শফিক । বুধবার রাতে ঘটনাটি ঘটে ইসিএল-এর পাণ্ডবেশ্বর কোলিয়ারিতে।

বুধবার রাত দশটা নাগাদ ইসিএল-এর পাণ্ডবেশ্বর কোলিয়ারির খনি গর্ভে কাজ করার সময় হঠাৎই অসুস্থ বোধ করেন শেখ শফিক (৫১) নামে এক শ্রমিক। সহকর্মীরা দ্রুত তাঁকে খনি গর্ভ থেকে উপরে তুলে আনেন। কোলিয়ারির নিজস্ব হাসপাতালে নিয়ে গেলে সেখানে শেখ শফিককে মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisement

এরপর খনি চত্বরে মৃতদেহ রেখে মৃত শ্রমিকের পরিবারের একজনকে চাকরিতে নিয়োগ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান সহকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মৃত শ্রমিকের পরিবারের সদস্যরা। বিক্ষোভ চলে গভীর রাত পর্যন্ত। এরপর কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে উঠে যায় বিক্ষোভ। আজ বৃহস্পতিবার মৃত শ্রমিকের পোস্টমর্টেম হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

Advertisement

Advertisement