দাসপুরে সাপের কামড়ে মৃত্যু

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জয়রামচক গ্রামে বিষাক্ত সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকায় শােকের ছায়া নেমে আসে।

Written by SNS West medinipur | October 17, 2020 3:19 pm

প্রতিকি ছবি (Photo: Getty Images)

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জয়রামচক গ্রামে বিষাক্ত সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকায় শােকের ছায়া নেমে আসে।

মৃত ব্যক্তির নাম আশুতােষ সিং। প্রায় ৫০ বছর বয়সী আশুতােষ সিং যখন বাড়ির মধ্যে ঘুমিয়ে ছিলেন বৃহস্পতিবার ভােররাতে একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয় বলে তার পরিবারের লােকেরা জানায়। এরপর তাকে সােনাখালি হাসপাতালে নিয়ে গেলে লাক্তাররা মৃত বলে ঘােষণা করেন। দাসপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়।

দাসপুরে সাপের উৎপাত শুরু হয়েছে। যার ফলে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা  একদিকে করােনা, অন্যদিকে সাপের উৎপাত যার ফলে অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন দাসপুরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। গত কয়েকদিনে দাসপুর থানার বিভিন্ন এলাকা থেকে শতাধিক বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ বনদপ্তর উদ্ধার করেছে।