রায়দিঘির মণিনদে মৎস্যজীবীর জালে মৃত ডলফিন

সােমবার বিকেলে সুন্দরবনের রায়দিঘির মণিনদে মৎস্যজীবীর পেতে রাখা জালে মৃত ডলফিন পাওয়া গেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

Written by SNS Raidighi | November 11, 2020 5:53 pm

ডলফিন (ছবি: IANS)

সােমবার বিকেলে সুন্দরবনের রায়দিঘির মণিনদে মৎস্যজীবীর পেতে রাখা জালে মৃত ডলফিন পাওয়া গেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীরা বনদফতরকে খবর দিলে বনকর্মীরা মৃত ডলফিনটি নিয়ে যায়।

সূত্রের খবর, রায়দিঘির শ্রীপলতলা চব্বিশ নং লাট এলাকার বাসিন্দা মৎস্যজীবী সুজয় বােধক দুপুরবেলা নদীতে জাল ফেলে বাড়িতে চলে যায় ভাত খেতে। বিকেলে জাল তুলে দেখে চার ফুট লম্বা প্রায় পনেরাে কেজি ওজনের ডলফিন জাল জড়িয়ে মরে পড়ে আছে। ভয় পেয়ে যান মৎস্যজীবী সুবােধবাবু।

শুশুক বলে চেনা জীবটি নদীতে ভেসে উঠে ডুবে যায় দেখেছেন। কখন ও কারো জালে, পড়তে দেখেননি। মৃত ডলফিন দেখতে ভিড় জমে যায়। বিলুপ্ত হতে থাকা শুশুকটি কিভাবে মারা গেল জানার চেষ্টা করছেন পরিবেশপ্রেমীরা।