দক্ষিণেশ্বর মন্দির খুলছে বৃহস্পতিবার

ভক্তদের জন্য ফের খুলছে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে ভক্তদের কোভিড সংক্রান্ত সম বিধিনিষেধ মানতে হবে। মাস্ক পড়তে হবে। দূরত্ব বিধিও মানতে হবে। 

Written by SNS Kolkata | June 24, 2021 3:01 pm

দক্ষিণেশ্বর মন্দির (Photo: iStock)

ভক্তদের জন্য ফের খুলছে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে ভক্তদের কোভিড সংক্রান্ত সম বিধিনিষেধ মানতে হবে। মাস্ক পড়তে হবে। দূরত্ব বিধিও মানতে হবে। 

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর গত ১৫ মে থেকে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ হয়ে যায়। বৃহস্পতিবার জগন্নাথদেবের স্নানযাত্রার দিন খুলবে দক্ষিণেশ্বরের মন্দির। 

জানা গিয়েছে, আপাতত সকাল সাতটা থেকে বেলা এগারােটা পর্যন্ত মন্দির খােলা থাকবে। তারপর আবার দুপুর তিনটে থেকে ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। সন্ধ্যারতির পর অবশ্য মন্দিরের মূল দরজা বন্ধ করে দেওয়া হবে। 

আরও জানা গিয়েছে, করােনা পরিস্থিতির কথা মাথায় রেখে মূল মন্দিরে একসঙ্গে ২০ জনের বেশি কাউকে পুজো দিতে ঢুকতে দেওয়া হবে না। এছাড়াও ভক্তদের থার্মাল চেকিংও করা হবে। মন্দির চত্বরে ভিড় জমতে দেওয়া হবে না। তবে এখনও বেলুড়মঠ খেলার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।