• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাংলার দিকে সরে আসছে ঘূর্ণাবর্ত, আগামী ছয়দিনই বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার এবং শনিবার দিনও কমবেশি উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

প্রতিনিধিত্বমূলক চিত্র

নিজস্ব প্রতিনিধি-সোমবার মধ্যরাত থেকে ছয় ঘন্টার বৃষ্টিতে কলকাতা শহরে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার সকালেও একাধিক রাস্তা জলের তলায় ছিল। ক্ষতিগ্রস্ত হয়েছে বইপাড়ার বহু ব্যবসায়ী। প্রাণহানি হয়েছে প্রায় ৮ জনের। এক রাতের বৃষ্টি যেন কেড়ে নিয়েছে শহরের পুজোর আমেজ। আবহাওয়া অফিস জানিয়েছে এখনই শেষ হবে না আবহাওয়ার খেলা। কারণ নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। মায়ানমার থেকে ঘূর্ণাবর্ত সরে আসছে বাংলার দিকে। পুজোর ঠিক শুরুতেই দক্ষিণবঙ্গে ফের একবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে যা আগামী ১২ ঘন্টা ওই একই জায়গায় থাকবে। এছাড়াও মায়ানমার উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এটি ক্রমশ পশ্চিমে এগিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে এটি সক্রিয় হবে। ২৭ সেপ্টেম্বর দক্ষিণ ওড়িশা উপকূল থেকে স্থলভাগে প্রবেশ করবে। এর জেরেই দক্ষিণের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহে প্রতিদিনই কমবেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে বাংলা সংলগ্ন বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বেশ কয়েকদিন এমন আবহাওয়াই বজায় থাকবে। তাই রবিবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জানানো হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ সেপ্টেম্বর সক্রিয় নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টি হতে পারে। ২৭ সেপ্টেম্বর ও ২৮ সেপ্টেম্বর ঝোড়ো হাওয়া-সহ দক্ষিণের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কমবেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার এবং শনিবার দিনও কমবেশি উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement

Advertisement