• facebook
  • twitter
Saturday, 19 April, 2025

উলুবেড়িয়ায় মৃতদেহ সৎকারের গাড়িতে দুর্ঘটনা, মৃত ২

উলুবেড়িয়া, ১১ এপ্রিল: হাওড়ার উলুবেড়িয়ায় মৃতদেহ সৎকারের গাড়িতে দুর্ঘটনা। ১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। জখম হয়েছে আরও প্রায় ১০ জন। আজ, বৃহস্পতিবার ভোরে মৃত দেহটি সৎকার করে ফেরার পথে ঘটে এই মর্মান্তিক ঘটনা। মৃতদের বাড়ি বাগনানে। পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠিয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ওই সৎকারের গাড়িটি ১৬ নং

উলুবেড়িয়া, ১১ এপ্রিল: হাওড়ার উলুবেড়িয়ায় মৃতদেহ সৎকারের গাড়িতে দুর্ঘটনা। ১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। জখম হয়েছে আরও প্রায় ১০ জন। আজ, বৃহস্পতিবার ভোরে মৃত দেহটি সৎকার করে ফেরার পথে ঘটে এই মর্মান্তিক ঘটনা। মৃতদের বাড়ি বাগনানে। পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠিয়েছে।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ওই সৎকারের গাড়িটি ১৬ নং জাতীয় সড়কের ওপর আচমকা নিয়ন্ত্রণ হারাতেই দুর্ঘটনার শিকার হয়। চলন্ত গাড়িটি একটি পোস্টে গিয়ে ধাক্কা মারে। সেই সময়ে ওই গাড়িটির পিছনে আরও একটি গাড়ি ধাক্কা মারতেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত সৎকারের গাড়িটি এক মহিলার মৃতদেহ দাহ করার পর বাউরিয়া থেকে বাগনানের মুরালিবাড় এলাকায় ফিরছিল। গাড়িতে তখন বেশ কয়েকজন শ্মশানযাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে ছুটে আসেন। জখমদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানেই দুইজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।