সুরজিৎ আদক– নিত্য সমস্যার আর এক নাম ছিল উলুবেড়িয়ার যানজট সমস্যা। আর সেই যানজটের হাত থেকে পাকাপাকিভাবে রেহাই পেয়েছে শহর। ২০১৯ সালের ৯ই ডিসেম্বর একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া উড়ালপুলের উদ্বোধন করেন। তারপর থেকেই সেতুতে যান চলাচল শুরু হয়ে যায়। এই উড়ালপুল তৈরির জন্য সেই সময় জবরদখলকারীদের পুনর্বাসন সমস্যা মিটিয়ে কাজের গতি বাড়ান বর্তমান রাজ্যের পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায়। তাই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উড়ালপুলের জন্মদিনে সামাজিক মাধ্যমে রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উলুবেড়িয়ার সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও।
উল্লেখ্য, উলুবেড়িয়া লেভেল ক্রসিংয়ে এই সেতুটির জন্য শহরবাসীর দাবি ছিল দীর্ঘদিনের। লেভেল ক্রসিংয়ের জন্য শুধু উলুবেড়িয়া শহরই যানজটের কবলে পড়েনি, উলুবেড়িয়া হয়ে শ্যামপুর যাওয়াও দুষ্কর হয়ে গিয়েছিল। তাছাড়া হাসপাতাল, মহকুমা প্রশাসনের অফিস, মহকুমা আদালত, পুরসভা সর্বত্রই যাতায়াতের ক্ষেত্রে যানজট একটি মস্ত গেরো হয়ে উঠেছিল। গাড়িগুলিকে আধ ঘন্টা থেকে পৌনে এক ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছিল লেভেল ক্রসিং পার হওয়ার জন্য। গাদিয়াড়া, গড়চুমুক, ফুলেশ্বর সেচ বাংলোর মতো পর্যটনকেন্দ্রগুলিতে যেতে হলেও লেভেল ক্রসিং পেরোতে হত। সর্বদাই দু’দিকে গাড়ির লম্বা লাইন লেগে থাকত। দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হত নিত্য যাত্রীদের। এই উড়ালপুল তৈরির ফলে সেই সমস্যার সমাধান হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, এই উড়ালপুল তৈরির জন্য প্রথম চেষ্টা করেন ফরওয়ার্ড ব্লকের প্রয়াত নেতা তথা রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী রবীন ঘোষ। তিনি ২০০০ সালের মাঝামাঝি রেল মন্ত্রক এবং রাজ্য সরকারকে চিঠি লিখে উড়ালপুলের দাবি জানান। রাজ্য সরকার তাতে নীতিগতভাবে সম্মতি দিলেও টাকার অভাবে কাজ এগোয়নি।এরপর প্রয়াত সাংসদ সুলতান আহমেদও কেন্দ্রের কাছে উড়ালপুলের জন্য দরবার করেন। ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে সেতুর কাজ শুরু হয়। গুরুত্বপূর্ণ বিষয় ঝিল জবরদখলকারীদের পুনর্বাসন সমস্যা। সেই সমস্যা মেটাতে এগিয়ে এসেছিলেন বর্তমানে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। বর্তমানে মন্ত্রীর বিশেষ উদ্যোগে উড়ালপুলের দু’দিকে ঝাঁ চকচকে রাস্তার পাশাপাশি বাতি স্তম্ভেও আলোর পরিবেশে মুগ্ধ গোটা এলাকা।
Advertisement
Advertisement



