রাজ্যে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা এক দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে বলে রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর। যদিও গত ২৪ ঘণ্টায় কোনও আক্রান্তের মৃত্যু হয়নি।
বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুয়ায়ী, গত ২৫ ঘণ্টায় আরও ৮৫ জন করোনায় আক্রান্ত স্বাস্থ্য হয়েছেন। মঙ্গলবারের বুলেটিনে এই সংখ্যাটিই ছিল ৬১।
Advertisement
দফতরের হিসাব অনুযায়ী, সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০,১৯, ৮৩২ জন। যদিও তার মধ্যে ১৯,৯৮,১৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
Advertisement
স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৪৬৯। তার মধ্যে ৪৪৩ জন গৃহ নিভৃতবাসে রয়েছেন। বাকি ২৬ জন হাসপাতালে চিকিৎসাধীন । সংক্রমণের দৈনিক হার বেড়ে দাঁড়িয়েছে ১.০৭ শতাংশে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ৪২৬৬৮ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২১, ২০৫ জনের।
Advertisement



