• facebook
  • twitter
Friday, 13 June, 2025

সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতি, সব পক্ষকে হলফনামা দিতে বলল হাইকোর্ট

কী ভাবে দ্বিগুণের বেশি সংখ্যক কর্মী নিয়োগ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন আশিস মণ্ডল নামে এক ব্যক্তি।

ফাইল চিত্র

তমলুক-ঘাটাল সমবায় ব্যাঙ্কের নিয়োগ দুর্নীতি মামলায় সব পক্ষের হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এদিন বেঞ্চ জানায়, ওই সমবায় ব্যাঙ্ক ও রাজ্য সরকারকেও হলফনামা জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২১ জুলাই।

জানা গিয়েছে, তমলুকের ওই সমবায় ব্যাঙ্কে গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। চার বিভাগে মোট শূন্যপদ ছিল ৫২টি। কিন্তু সেই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়। অভিযোগ করা হয়, শূন্যপদ যা ছিল, তার থেকে ৭৯ জন বেশি নিয়োগ করা হয়েছে। অর্থাৎ ৫২টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও ১৩১ জনকে নিয়োগ করা হয়েছে। কী ভাবে দ্বিগুণের বেশি সংখ্যক কর্মী নিয়োগ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন আশিস মণ্ডল নামে এক ব্যক্তি। ওই মামলাতেই আদালত সমবায় ব্যাঙ্ক ও রাজ্য সরকারের হলফনামা তলব করেছে।