• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

ফেব্রুয়ারি থেকে বন্ধ কোচবিহার বিমানবন্দরের পরিষেবা

সোমবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)–র কোচবিহার বিমানবন্দরের আধিকারিকদের কাছে একটি চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বিমান সংস্থা

আগামী ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ হতে চলেছে কোচবিহার বিমানবন্দরের পরিষেবা। গত ৩ বছর ধরে এই বিমানবন্দরে একমাত্র ‘ইন্ডিয়া ওয়ান এয়ার’ বিমান সংস্থা পরিষেবা চালাচ্ছিল। সোমবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)–র কোচবিহার বিমানবন্দরের আধিকারিকদের কাছে একটি চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বিমান সংস্থা। যদিও পরিষেবা বন্ধের কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। চিঠিতে শুধু ‘অপারেশনাল মোড’ উল্লেখ করে পরিষেবা বন্ধ করার কথা জানানো হয়েছে।
কোচবিহার বিমানবন্দরের এএআই আধিকারিক শুভাশিস পাল জানিয়েছেন, গত ৩ মাস ধরে ইন্ডিয়া ওয়ান এয়ার কোচবিহারে বিমান পরিষেবা চালিয়ে আসছে। সোমবার তাঁরা চিঠি দিয়ে জানিয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত কোচবিহারে বিমান চালাবে। তারপর পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। এই চিঠির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখনও পর্যন্ত অন্য কোনও বিমান সংস্থা কোচবিহার থেকে বিমান পরিষেবা চালুর ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আগ্রহ দেখায়নি। একটি সংস্থা মৌখিকভাবে আগ্রহ দেখালেও তা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।
রাজ আমল থেকেই কোচবিহারে বিমান ওঠানামা করত। কিন্তু বাম আমলের শেষের দিক থেকে বিভিন্ন কারণে বিমান পরিষেবা অনিয়মিত হয়ে পড়ে। ১৯৯৫ সালে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। পরে বেশ কয়েকবার বিমান পরিষেবা চালুর চেষ্টা করা হলেও তা স্থায়ী হয়নি। ২০২৩ সালে ফের শুরু হয় ৯ আসনের বিমান পরিষেবা। কিন্তু তা–ও স্থায়ী হল না। এই বিমানে যাত্রীর ঘাটতি প্রায় ছিল না বললেই চলে। কিন্তু তা সত্ত্বেও কেন পরিষেবা বন্ধ করা হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিমান পরিষেবা আচমকা বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের মানুষজন অসুবিধা বাড়বে বলে মনে করা হচ্ছে।

Advertisement

Advertisement