জলদাপাড়ার হলং বাংলোতে আগুন লাগার ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র তত্ত্ব!
অর্ণব সাহা ও অরূপ দাস, মাদারিহাট: আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ঐতিহ্যের হলং বন বাংলো। কীভাবে আগুন লাগল? এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গত ১৬ জুন থেকে আগামী তিনমাসের জন্য বন্ধ রয়েছে বাংলো। তারপরে কীভাবে আগুন লাগল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। এদিকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে বুধবার তদন্ত কমিটি গড়ার কথা জানিয়েছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা।