ল্যাবের বিরুদ্ধে অভিযােগ

শনিবার সন্ধ্যায় আসানসােলের একটি নামী বড় প্যাথলজিক্যাল ল্যাবরেটরি বন্ধের নির্দেশ দিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনী কুমার মাজি।

Written by SNS Asansol | May 10, 2021 6:43 pm

প্রতিকি ছবি (Photo: iStock)

সাধারণ মানুষের কাছে অভিযােগ পেয়ে তদন্ত করে শনিবার সন্ধ্যায় আসানসােলের একটি নামী বড় প্যাথলজিক্যাল ল্যাবরেটরি বন্ধের নির্দেশ দিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনী কুমার মাজি।

এদের বিরুদ্ধে অভিযােগ ছিল ওই প্যাথলজি ল্যাব আর টি পিসি আরের মাধ্যমে করােনার পরীক্ষা করে কখনাে ২২৫০ টাকা কখনাে অন্য কিছুর নাম করে আরাে বেশি টাকা নিচ্ছিলেন। সেটা ৩১০০ টাকা পর্যন্ত হচ্ছিল।

এই অভিযােগের তদন্তে নেমে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানতে পারেন আই সি এম আর এর গাইডলাইন মেনে এদের নিজস্ব এই ধরনের পরীক্ষার কোন অনুমতি ছিল না। হয়তাে এরা অন্য কোন সংস্থার এই পরীক্ষাগুলাে করছিলেন বলে বােঝানাে হতাে মানুষকে।

কালেকশন সেন্টারও যদি তারা করেন তাহলে তার অনুমতি লাগে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তর থেকে। সেটাও তাদের ছিল না।